Main Menu

অনন্ত-বর্ষার ‘দ্য স্পাই’ সিনেমায় অপু বিশ্বাস

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হচ্ছে তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত নতুন ছবি ‘দ্য স্পাই’-এর কাজ। এরই মধ্যে স্ক্রিপ্টের কাজ শেষ হয়েছে। এখন চলছে শুটিংয়ের প্রস্তুতি। সেপ্টেম্বরের শেষের দিক থেকে ছবিটির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন প্রযোজক ও নায়ক অনন্ত জলিল।

নতুন এ ছবিতে দর্শকদের জন্য চমক হিসেবে থাকছেন অপু বিশ্বাস। এ ছবিতে তাকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমি অপুর ছবি দেখেছি। ভালো অভিনয় করেন তিনি। আমাদের ছবিতে কাজ করলে কোনো সমস্যা নেই। বর্ষাও অনেক ভালো অভিনয় করে। আশা করছি খুব সুন্দর একটি ছবি হবে।’

বর্ষা বলেন, ‘অভিনেত্রী হিসেবে অপু আমার পছন্দের। আমাদের সঙ্গে কথা হয়েছে। তিনি যদি অভিনয় করেন তা হলে আমাদের কোনো আপত্তি নেই।’

অনন্ত-বর্ষার সঙ্গে এক ছবিতে অভিনয়ের বিষয়ে অপু বলেন, ‘আমি একজন অভিনেত্রী। যে কারও সঙ্গে অভিনয় করতে পারি। তা ছাড়া অনন্ত ভাইয়া ও বর্ষা আপু অনেক ভালো মানুষ। তাদের সঙ্গে না মিশলে বিষয়টি কখনই বুঝতে পারতাম না। ছবিতে অভিনয়ের ব্যাপারে সেভাবে কথা হয়নি। তবে তারা যদি আমাকে নিয়ে কাজ করেন তা হলে আমার কোনো আপত্তি নেই।’

এদিকে ঈদ উদযাপন করতে ঈদের পরদিন থাইল্যান্ডের ফুকেট গিয়েছেন অনন্ত ও বর্ষা। সেখান থেকে ফিরে ব্যবসায়িক কাজে ব্যস্ত হয়ে পড়বেন বলে জানিয়েছেন। পাশাপাশি নতুন ছবির প্রস্তুতিও চলতে থাকবে।

প্রসঙ্গত ‘দ্য স্পাই’ ছবিতে অভিনয়ের জন্য নতুন শিল্পীর খোঁজে ‘ট্যালেন্ট হান্ট’ নামে একটি রিয়েলিটি শোয়ের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে যারা নির্বাচিত হয়েছেন তারাও এ ছবিতে অভিনয় করবেন বলে জানিয়েছেন অনন্ত।


আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked as *

*